বুধবার ইংরেজি সংবাদপত্র দ্য লিবিয়ান অবজারভার এক টুইটে এ তথ্য জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
নিহত খালেদ ছিলেন লিবিয়ার যুদ্ধবাজ নেতা হাফতারের পক্ষের লোক।
মানবপাচারকারীরা গত ২৮ মে লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী শ্রমিককে হত্যা করে। ত্রিপলির দক্ষিণ-পশ্চিমে মিজদাহ শহরে পাচারের কাজে ব্যবহৃত একটি গুদামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
এ ঘটনায় দেশে ১৪ ব্যক্তির বিরুদ্ধে মাদারীপুরে তিনটি মামলা করা হয়েছে। সেই সাথে র্যাব ১ জুন রাজধানীর শাহজাদপুরের খিলবাড়ীরটেক এলাকা থেকে কামাল হোসেন ওরফে হাজী কামাল (৫৫) নামে মানবপাচারকারী চক্রের এক হোতাকে গ্রেপ্তার করে। তিনি গত ১০-১২ বছর ধরে প্রায় ৪০০ বাংলাদেশিকে লিবিয়ায় পাঠানোতে জড়িত ছিলেন।
বাংলাদেশ ২৬ জনের লাশ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সাথে যোগাযোগ চালিয়ে গেলেও নিহতদের শেষ পর্যন্ত লিবিয়াতেই দাফন করা হয়েছে।
নিহত বাংলাদেশিদের মধ্যে ২৩ জনের নাম শনিবার প্রকাশ করা হয়। ত্রিপলির বাংলাদেশ দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় আহতদের পরিচয়ও প্রকাশ করেছে।