নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফ সাহাবুর রহমানসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।
শনাক্তদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ১২ জন, লোহাগড়া উপজেলায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফ সাহাবুর রহমানসহ আটজন এবং কালিয়া উপজেলায় চারজন রয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ২১ জন পুলিশ সদস্য ও ১২ জন চিকিৎসকসহ সর্বমোট ৪৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ চিকিৎসকসহ ২১৩ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং আটজন মারা গেছেন।
তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে ১৬ জন বর্তমানে হাসপাতালে ও অন্যদেরকে নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছেন।