সিরাজগঞ্জে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় তিন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাস করেনি। এ কারণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ওই তিন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে।
এ শোকজ নোটিশ পাওয়া এমপিওভুক্ত প্রতিষ্ঠান তিনটি হলো-উল্লাপাড়া উপজেলার কালিকাপুর দাখিল মাদরাসা, ইসলামপুর ধরইল দাখিল মাদরাসা ও খন্দকার নূরুন নাহার জয়নাল আবেদিন দাখিল মাদরাসা।
আরও পড়ুন: ‘এইচএসসির বিতর্কিত প্রশ্ন তৈরিতে জড়িত যশোর বোর্ডের শিক্ষকদের শোকজ করা হবে’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ওই তিন প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাস করেনি। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে এবং সেই সঙ্গে বিশিষ্টজনেরা বলছেন, পাসের হার প্রায় ১০০% হলেও ওই তিনটি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। এ বিষয়টি নিয়ে ওই তিন প্রতিষ্ঠানের শিক্ষকদের ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়টি উপজেলা প্রশাসনের নজরেও পড়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হকের স্বাক্ষর করা ওই নোটিশে তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
এ শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি ওই তিন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নিবার্হী অফিসার মো. উজ্জল হোসেন জানান, ওই তিন শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী পাস না করায় সংশ্লিষ্ট বিভাগ তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং কেন পাস করে নাই সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্তের নির্দেশও আসতে পারে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: নড়াইলে অধ্যক্ষ হেনস্তা: ১ শিক্ষক ও কলেজ পরিচালনা পরিষদকে শোকজ