শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর বিভিন্ন স্থানে দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
গাবতলীতে রাত ১১টা ৯ মিনিটে পদ্মা লাইনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। রবিবার সকাল ৬টা থেকে বিরোধী দলের আরেকটি অবরোধের ডাক দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, গাবতলী বাস টার্মিনালে বাসে আগুন দেওয়া হয়।
আরও পড়ুন: বিমানের স্টাফ বাসে আগুন: আহত কর্মীদের আর্থিক সহযোগিতা
খবর পেয়ে কল্যাণপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, আগারগাঁওয়ে রাত ১১টার দিকে আগারগাঁও বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন