বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
মঙ্গলবার মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধাক্কামারা ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় বক্তারা শাজাহান খানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, ১২ ফেব্রুয়ারি শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।