সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠানের উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।
বাংলাদেশ ক্যামিকেল সোসাইটির আয়োজনে ও শাবির রসায়ন বিভাগের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি। এ বিশ্ববিদ্যালয় প্রতি বছর নিয়মিতভাবে অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ২০০৩ সালে আমরা প্রথম অলিম্পিয়াড আয়োজন করেছিলাম।’
প্রতিযোগীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিজ্ঞানের প্রতি তোমাদের যে আগ্রহ আমি তাকে সাধুবাদ জানাই। সোনার বাংলা গড়ার ক্ষেত্রে বিজ্ঞানের প্রতি তোমাদের আরও মনোযোগী হতে হবে।’
আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শামসুল আলম ও অধ্যাপক ড. মিজানুর রহমানসহ রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় সিলেটের ৪০টি কলেজ থেকে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের প্রাপ্ত ফলের ভিত্তিতে প্রথম ২০ জন আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য ফাইনাল রাউন্ডে অংশ নেবে।