বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে শুক্রবার সকাল ১০টার দিকে উৎসবের উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উৎসবের অংশ হিসেবে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এক আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘এ’ এর সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে শেষ হয়।
দুই দিনব্যাপী এই উৎসবে প্রথম দিনে রোবোটিকস প্রতিযোগিতা, টেকসই উন্নয়নে আইডিয়া প্রেজেন্টেশন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্রতিযোগিতা, রোবিক্স-কিউব প্রতিযোগিতা, ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার নিয়ে সেমিনার, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন রয়েছে। উৎসবে দেশের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয় থেকে ৫০টি টিমে ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
স্কুল অব এপ্লাইড সাইন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মো. মোকাদ্দেসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, আইপিই বিভাগের অধ্যাপক ড. মুহসিন আজিজ খান, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাফিজা আনজুম প্রমুখ উপস্থিত ছিলেন।