রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন যৌথ অভিযান চালিয়ে দুই হাজার ২৬৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি করা হয়।
গ্রেপ্তার নূর মোহাম্মদ (৩৮) কক্সবাজারের উখিয়া থানার পালংখালী গ্রামের মো. ইসমাইলের ছেলে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশ ও ডিএনসির সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ দল সকাল থেকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে সন্দেহভাজন নূর মোহাম্মদকে পাবলিক টয়লেটের সামনে দেখে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি আরও বলেন, এ সময় তাকে অপ্রস্তুত ও সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে রাতভর মাদক ব্যবসায়ীদের সংঘর্ষ, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১৩
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ কোনো ধরনের মাদক বহনের কথা অস্বীকার করলেও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে আনা হলে সে স্বীকার করে যে তার কাছে ইয়াবা আছে। পরে সে নিজেই তার কাছে থাকা ইয়াবা বের করে।
গণনা করে দেখা গেছে যে তার কাছে দুই হাজার ২৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ছিল।
অতিরিক্ত এসপি জিয়াউল হক বলেন, বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যরা ২০১৮ সালে নূর মোহাম্মদকে ইয়াবার চালানসহ গ্রেপ্তার করেছিল। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়। বর্তমানে সে ওই মামলায় জামিনে রয়েছে। জামিনে বেরিয়ে আবারও ইয়াবা পাচারে জড়িয়ে পড়ে সে।
জিয়াউল হক বলেন, তার বিরুদ্ধে আরও অন্তত দুটি মাদক মামলা রয়েছে।