রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে শনিবার এক অভ্যন্তরীণ যাত্রীকে তার পেটে ১ হাজার ৬৭২ পিস ইয়াবা ট্যাবলেট বহনের অভিযোগে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি) ব্যাটালিয়ন।
শনিবার সন্ধ্যায় এএপির অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সোহেল রানা পাবনার সাঁথিয়া থানার গৌরীগ্রাম গ্রামের মৃত তাইজাল খলিফার ছেলে।
তিনি জানান, গ্রেপ্তার মো. সোহেল রানা সকাল ৯টা ৩৫ মিনিটে বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রাযোগে কক্সবাজার থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
আরও পড়ুন: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
গোপন তথ্যের ভিত্তিতে, যাত্রীকে চিহ্নিত করে এএপি ব্যাটালিয়ন অফিসে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে যাত্রী প্রথমে অভিযোগে অস্বীকার করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যাত্রী পেটে ইয়াবা বড়ি থাকার কথা স্বীকার করেন বলে জানান তিনি।
জিয়াউল হক আরও বলেন, এরপর স্বাভাবিকভাবেই ওই যাত্রীর পেট থেকে ১ হাজার ৬৭২ পিস ইয়াবা বের হয়। সে ইয়াবাগুলোকে ছোট ছোট প্যাকেটে (ছোট পুরিয়া) বানিয়ে গিলে ফেলে। প্রাকৃতিক প্রক্রিয়ায় বের হওয়া এসব ছোট প্যাকেট খুলে ইয়াবার চালান পাওয়া যায়।
জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। যাত্রী সোহেল রানার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।