ইয়াবা
কক্সবাজারে ২.৬০ লাখ ইয়াবা ও ১.০৫ কেজি ক্রিস্টাল মেথ জব্দ: বিজিবি
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও এক দশমিক ০৫৯ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে বিজিবি-২ এর একটি দল নাফ নদীর ধারে ৪ জন ব্যক্তিকে কয়েকটি ব্যাগ নিয়ে যেতে দেখলে দাওয়া করেন।
পরে বিজিবি সদস্যরা ব্যাগগুলো থেকে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৯৬টি স্বর্ণের বার জব্দ, আটক ১
অপর একটি ঘটনায় একই বিজিবি দল জালিয়াপাড়া পার হওয়ার সময় এক ব্যক্তিকে ধাওয়া করে।
পরে বিজিবি সদস্যরা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ দশমিক ০৫৯ কেজি ক্রিস্টাল মেথ ও ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
তবে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আরও পড়ুন: কক্সবাজারে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি কোকেন জব্দ
১১ মাস আগে
ঢাকা বিমানবন্দরে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এপিবিএন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৭৯০টি ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক মান্নান হোসেন (৩৯) কক্সবাজারের টেকনাফ উপজেলার মৃত নুরুল আলমের ছেলে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, ইউএস-বাংলার একটি ফ্লাইটে আজ (বৃহস্পতিবার) বিকালে কক্সবাজার থেকে ঢাকায় অবতরণ করেন মান্নান।
তার সন্দেহজনক গতিবিধির কারণে আর্মড পুলিশ তাকে থামায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে আনা হয়।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দর থেকে ৬৮টি স্বর্ণের বার জব্দ, বিমানকর্মী আটক: বিমানবন্দর এপিবিএন
জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের কথা স্বীকার করেন।
পরে ওই ব্যক্তির মলদ্বারের ভেতর থেকে ১ হাজার ৭৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলেও জানান ওই কর্মকর্তা।
২০২৩ সালের ১১ জুলাই আর্মড পুলিশ বিমানবন্দরে ইয়াবাসহ একই ব্যক্তিকে (মান্নান) আটক করে বিমানবন্দর থানায় মামলা করে। কিন্তু তিনি জামিনে বেরিয়ে এসে আবারও মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন এবং আজ (বৃহস্পতিবার) আবার গ্রেপ্তার হন।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার: এপিবিএন
হারানো ২৭ মোবাইল সেট প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে এপিবিএন
১ বছর আগে
মিয়ানমার সীমান্তে ১৯০০০০ ইয়াবা জব্দ
কক্সবাজারের থেকে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারে ২ কোটি ৭ লাখ টাকার বার্মিজ ইয়াবা জব্দ
শুক্রবার (২০ অক্টোবর) বিজিবি-২ টেকনাফের লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান নাফ নদী হয়ে বাংলাদেশে পাচার হতে পারে এমন সংবাদ পান। রাত সাড়ে ৮টার দিকে উপজেলার একটি জঙ্গলের পাশে ইসহাকের ঘেরে অবস্থান নেয় বিজিবির একটি দল।
এদিকে প্লাস্টিকের ব্যাগ নিয়ে দু'জনকে বাংলাদেশের দিকে যেতে দেখা গেলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীরা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করা হলেও পাচারকারীদের আটক করা যায়নি।
এ ছাড়া বৃহস্পতিবার সকালে মাদকবিরোধী অভিযানে হাচারখাল এলাকা থেকে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবি।
আরও পড়ুন: টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১
কক্সবাজারে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ
১ বছর আগে
টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১
টেকনাফের শাহপরীর দ্বীপে এক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে। এসময় একজনকে মাদক কারবারীকে আটক করেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে নাফ নদীর বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. এহসান (১৫) শাহপরীরদ্বীপ বাজারপাড়ার কামাল হোসেনের ছেলে।
আরও পড়ুন: টেকনাফের দমদমিয়া চেকপোস্টে ১৪০০ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
শুক্রবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানান- টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, দ্বীপের কোস্টগার্ডের নিউ ক্যাম্পের কাছে সীমান্ত বাহিনীর দুটি পৃথক দল বেড়িবাধ এলাকায় অবস্থান নেয়। রাত ১১টা ৪৫ একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তিনজনকে নিয়ে দ্বীপের দিকে এগোলে বিজিবি সদস্যরা তাদের থামতে ইঙ্গিত করলেও সীমান্ত বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুইজন নৌকা থেকে নদীতে লাফ দেয়। পরে নৌকা থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো মোট ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করে এহসানকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তি স্বীকার করেছেন যে চালানটি বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল এবং পালিয়ে যাওয়া দুজনেই এই ইয়াবার মালিক।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: কক্সবাজারে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে ২.২০ লাখ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি
১ বছর আগে
কক্সবাজারে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার (২৭ আগস্ট) ভোরে আলুগোলা মাঝেকাঠি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচার হওয়ার খবর পায় বিজিবি।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে পেটে ইয়াবা বহনের অভিযোগে গ্রেপ্তার ১
পরে নাজিরপাড়া এলাকায় দুপুর দেড়টার অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহজনক হওয়ায় একিট নৌকার মাঝিকে থামতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু নৌকায় থাকা ৬ জন না থেমে চারটি প্লাস্টিকের ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যান। পরে টহল দল ঘটনাস্থলে গিয়ে থাকা ব্যাগ থেকে ইয়াবা জব্দ করে। ব্যাগগুলোতে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা ছিল।
আরও পড়ুন: কক্সবাজারের টেকনাফে ২.২০ লাখ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি
শাহজালালে ৩ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে আর্মড পুলিশ
১ বছর আগে
শাহজালাল বিমানবন্দরে পেটে ইয়াবা বহনের অভিযোগে গ্রেপ্তার ১
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে শনিবার এক অভ্যন্তরীণ যাত্রীকে তার পেটে ১ হাজার ৬৭২ পিস ইয়াবা ট্যাবলেট বহনের অভিযোগে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি) ব্যাটালিয়ন।
শনিবার সন্ধ্যায় এএপির অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সোহেল রানা পাবনার সাঁথিয়া থানার গৌরীগ্রাম গ্রামের মৃত তাইজাল খলিফার ছেলে।
তিনি জানান, গ্রেপ্তার মো. সোহেল রানা সকাল ৯টা ৩৫ মিনিটে বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রাযোগে কক্সবাজার থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
আরও পড়ুন: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
গোপন তথ্যের ভিত্তিতে, যাত্রীকে চিহ্নিত করে এএপি ব্যাটালিয়ন অফিসে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে যাত্রী প্রথমে অভিযোগে অস্বীকার করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যাত্রী পেটে ইয়াবা বড়ি থাকার কথা স্বীকার করেন বলে জানান তিনি।
জিয়াউল হক আরও বলেন, এরপর স্বাভাবিকভাবেই ওই যাত্রীর পেট থেকে ১ হাজার ৬৭২ পিস ইয়াবা বের হয়। সে ইয়াবাগুলোকে ছোট ছোট প্যাকেটে (ছোট পুরিয়া) বানিয়ে গিলে ফেলে। প্রাকৃতিক প্রক্রিয়ায় বের হওয়া এসব ছোট প্যাকেট খুলে ইয়াবার চালান পাওয়া যায়।
জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। যাত্রী সোহেল রানার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২
ঢাকা বিমানবন্দরে এক কেজি স্বর্ণ জব্দ, আটক ১
১ বছর আগে
সেন্টমার্টিন থেকে ৭ লাখ ইয়াবা উদ্ধার: কোস্টগার্ড
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে সাত লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার দিবাগত রাত ২টার দিকে সেন্টমার্টিন উপকূলের দক্ষিণ-পূর্ব এলাকায় অভিযান চালিয়ে এই বড় চালানটি উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড সূত্রে জানা যায়। এ সময় একটি নৌকাও উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।
তিনি জানান, মিয়ানমার থেকে নৌকায় করে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসার গোপন খবরের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ দল সেন্টমার্টিন পূর্ব চরে ওৎ পেতে থাকে। রাতে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা সেন্টমার্টিন উপকূলে চরের কাছাকাছি পৌঁছালে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি চ্যালেঞ্জ করে।
আরও পড়ুন: ঝিকরগাছায় বাস থেকে ৭৪০০ পিস ইয়াবা জব্দ
তিনি আরও জানান, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি দেখে নৌকায় থাকা দুই পাচারকারী সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এরপর কোস্টগার্ড সদস্যরা নৌকাটি তল্লাশি করে একটি পলিথিনের বস্তায় বিশেষ কায়দায় রাখা সাত লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানান কোস্টগার্ড-এর এ কর্মকর্তা।
আরও পড়ুন: কুড়িগ্রামে সাড়ে ২২ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
১ বছর আগে
কক্সবাজারে এক লাখ ইয়াবা জব্দ, রোহিঙ্গা যুবক আটক
উখিয়া সীমান্ত এলাকা থেকে এক লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ এবং এক রোহিঙ্গাকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শরীফ হোসেন (২১) উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বশির আহমেদের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে ইয়াবা উদ্ধার, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪
বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোড়ায় অভিযান চালায়। মিয়ানমার থেকে বাংলাদেশে সস্তায় সিনথেটিক ড্রাগ পাচারের চেষ্টা করার সময় শরীফকে এক লাখ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
শরীফ এবং জব্দ ইয়াবা ট্যাবলেট উকিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সাইফুল।
আরও পড়ুন: কুড়িগ্রামে সাড়ে ২২ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ৮ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড
১ বছর আগে
কক্সবাজারে ১৩ কোটি টাকার মাদক জব্দ বিজিবির
কক্সবাজারের টেকনাফে ১৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট ও ক্রিস্টাল মেথ উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার উপজেলার খরংখালী এলাকা থেকে এ মাদক জব্দ করা হয়।
বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মো.ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে টেকনাফ উপজেলার খরংখালী এলাকা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে বহনকারী একটি নৌকা জব্দ করে। তারা তখন নাফ নদী পার হয়ে বেড়িবাধ এলাকার দিকে যাচ্ছিল।
আরও পড়ুন: কক্সবাজারে দেড় কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১
তিনি বলেন, সন্দেহভাজন দুই চোরাকারবারি পালিয়ে গেলেও বিজিবি সদস্যরা ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ দশমিক ১২০ কেজি ক্রিস্টাল মেথ ও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
এদিকে, ভোর ৫টা ১০ মিনিটে টেকনাফ উপজেলার হাওয়াইকংয়ে বিজিবি-২ এর একটি দল অন্য একটি অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি ব্যাটারিচালিত থ্রি-হুইলার জব্দ করেছে।
জব্দকৃত সামগ্রীর বাজার মূল্য এক কোটি ৫১ লাখ টাকা।
তবে ছিনতাইয়ের ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: জকিগঞ্জে ৪০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ২
চট্টগ্রামে সাড়ে ১৭ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২
২ বছর আগে
চট্টগ্রামে মাটি খুঁড়ে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২
চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার শাহমিরপুর বাদামতল এলাকায় এক ব্যক্তির বাড়ির মাটি খুঁড়ে দুই লাখ ২০ হাজার পিস ইয়াবা ও দেশীয় প্রযুক্তিতে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে র্যাব -৭ চট্টগ্রাম চান্দগাঁও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. আজম উদ্দিন চৌধুরী (২৬) ও মো. ছৈয়দ নুর প্রকাশ রুবেল হোসেন (৩০)।
আরও পড়ুন: চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল এম এ ইউসুফ, বলেন, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে র্যাবের একটি আভিযানিক দল কর্ণফুলীর শাহমিরপুর বাদামতল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মো. আজম উদ্দিন চৌধুরী ও মো. ছৈয়দ নুর প্রকাশ রুবেল হোসেন নামের দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে, বাড়ির পাশের একটি গুদাম ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা আনুমানিক দুই লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং পানির নিচে বিশেষ কায়দায় পলিব্যাগে করে লুকিয়ে রাখা ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এরপর দুজনকে গ্রেপ্তার করা হয়।র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে সাগরপথে মিয়ানমার থেকে সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে এবং তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে খুচরা ও পাইকারীভাবে বিক্রি করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ছয় কোটি ৬০ লাখ টাকা বলেও জানান র্যাব।
আরও পড়ুন: চট্টগ্রামে মিতু হত্যা: বাবুলসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
চট্টগ্রামে ৫ শিল্পপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা
২ বছর আগে