চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫০ লাখ টাকার সমমূল্যের স্বর্ণ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
বুধবার (১২ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইট করে জেদ্দা থেকে চট্টগ্রামে আসে অভিযুক্ত যাত্রী শাহিন আল মামুন।
এসময় কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করে ৩ নম্বর গেইট দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করা হয়।
আরও পড়ুন: ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা, সাতক্ষীরায় আটক ১
বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার হাত ব্যাগ ও প্যান্টের পকেট থেকে ২২ ক্যারেটের ৪০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘উদ্ধার করা স্বর্ণালংকার এরই মধ্যে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীকে জিজ্ঞাসা করা হচ্ছে।’