‘উদ্বিগ্ন অভিবাবক ও নাগরিক’ শিরোনামের ব্যানারে দেশে মোদিবিরোধী আন্দোলনে আটক শিক্ষার্থী ও নেতাদের নিঃশর্ত ও দ্রুত মুক্তি দাবি করেছেন দেশের বিশিষ্টজন, মানবাধিকার কর্মী, শিক্ষক এবং অভিভাবকেরা।
সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই প্রতিবাদ সমাবেশে ৫০ জনেরও বেশি অভিভাবক এবং পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সহযোগিতা বাড়াতে ঢাকা-দিল্লির ৫ সমঝোতা স্মারক সই
আরও উপস্থিত ছিলেন- গণসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আলোকচিত্রী শহিদুল ইসলাম এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু।
আরও পড়ুন: দ্বিপক্ষীয় বৈঠকে হাসিনা-মোদি
ছাত্র নেতাদের দ্রুত মুক্তি চেয়ে নুরু বলেন, ‘সরকার নেতাদের ভয় দেখানোর জন্য বেআইনিভাবে গ্রেপ্তার করেছে। ছাত্র, সুশীল সমাজ, বাম সংগঠন এবং বুদ্ধিজীবী প্রত্যেকেই মোদির সফর বিরোধী আন্দোলন শান্তিপূর্ণভাবে করেছে কিন্তু পুলিশ আক্রমণ এবং অনেককেই আটক করে।’
তিনি আরও বলেন, আপনারা যদি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন তবে দ্রুত আটককৃত ছাত্রনেতাদের মুক্ত করে দিন, আমরা আমাদের দাবি মেটাতে জীবন দিতে প্রস্তুত।
মান্না বলেন, আমরা মোদিবিরোধী আন্দলনকারীদের দ্রুত এবং নিঃশর্ত মুক্তি চাই।
আরও পড়ুন: সহযোগিতা বাড়াতে ঢাকা-দিল্লির ৫ সমঝোতা স্মারক সই
জাফরুল্লাহ চৌধুরী ছাত্রনেতাদের দ্রুত এবং নিঃশর্ত মুক্তি চেয়ে সরকারের প্রতি রাজনৈতিক কর্মী এবং ছাত্রনেতাদের হয়রানি বন্ধের আহ্বান জানান।