প্রতিযোগিতামূলক বিশ্ব এবং প্রযুক্তির সাথে তাল মেলাতে জাতীয় শিক্ষা কাঠামোকে আরও আধুনিক এবং সময় উপযোগী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘সরকারের নীতি অনুসরণ করে শিক্ষা কাঠামোকে আধুনিকায়ন করা হচ্ছে। বাংলাদেশকে বিশ্বের বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে হবে। জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে বাংলাদেশকে পিছিয়ে থাকলে হবে না। বিশ্ব ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে অবশ্যই এগিয়ে যেতে হবে। শিক্ষার কাঠামো সময় উপযোগী হওয়া দরকার।’
আরও পড়ুন: নিজের অফিসের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী
সোমবার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে ‘জাতীয় শিক্ষা কাঠামোর’ খসড়া রূপরেখার একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা দেখার সময় এই অভিমত ব্যক্ত করেন।
শেখ হাসিনা উপস্থাপনায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘শিক্ষার্থীদের কাছে শিক্ষা কার্যক্রমকে আরও আকর্ষণীয় করার পাশাপাশি তাদের জীবন ও জীবিকা সম্পর্কিত পাঠ শেখানোর ব্যবস্থা করা হয়েছে।’
প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন যে করোনা মহামারির কারণে গত দেড় বছরেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, যদিও সে সময় অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত ছিল।
আরও পড়ুন: বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
এ বিষয়ে তিনি বলেন, ‘শিশুরা কলেজ ও স্কুলসহ তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উপভোগ করা থেকে বঞ্চিত ছিল। গতকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খোলা হয়েছে।’ এ বিষয়ে তিনি আশা প্রকাশ করে বলেন যে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে শিশুদের স্কুলে আকৃষ্ট করতে সরকার প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করেছে।’
আরও পড়ুন: জনগণের ভোগান্তিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
প্রাথমিক শিক্ষা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে এবং বঙ্গবন্ধুর আর্দশকে অনুসরণ করে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।’