শীতে দরিদ্রদের দুর্ভোগ কমাতে এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
সোমবার (১৫ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের দেবীপুরে সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের গরম কাপড় বিতরণকালে ফারুক হাসান এ আহ্বান জানান।
আরও পড়ুন: দেশ-অর্থনীতির জন্য ক্ষতিকর কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ বিজিএমইএ সভাপতির
তিনি বলেন, যদিও আমরা অনেকেই সৌভাগ্যবান যে আমরা শীতের দিনগুলোতে গরম পোশাক পরিধান করে শীতকালের সৌন্দর্য উপভোগ করি, এমন অনেকেই আছেন, যারা প্রচণ্ড ঠান্ডায় পর্যাপ্ত পোশাকের অভাবে তীব্র কষ্টে রয়েছেন।
তিনি আরও বলেন, এসব হতদরিদ্র শীতার্ত মানুষেরা যাতে করে এই তীব্র ঠান্ডায় কষ্ট না পান, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
আরও পড়ুন: তৈরি পোশাক শিল্পে মূল্য সংযোজনের ওপর জোর দিতে হবে: বিজিএমইএ সভাপতি
তিনি সমাজের সামর্থ্যবান, বিত্তশালী, ব্যবসায়ীসহ জনসাধারণকে আহ্বান জানিয়ে বলেন, তারা তাদের স্বল্প ব্যবহৃত বা নতুন গরম কাপড় সুবিধাবঞ্চিত, দরিদ্রদের দান করে আর্তমানবতার সেবায় অবদান রাখতে পারেন।