সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি যুবদল নেতা জাবিদ রায়হান লাকি (৪৫) মারা গেছে। শুক্রবার রাত ১ টা ১৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কারারক্ষী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লাকি সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের তুলমীডাঙ্গা গ্রামের মৃত কওসার আলী সরদারের ছেলে।
জানা যায়, সাতক্ষীরা কারাগারে থাকা অবস্থায় তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনীসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা কারারক্ষী পুলিশের হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন ছিলেন। পরে ওই একই মামলার বিস্ফোরক অংশে সাক্ষ্য গ্রহণ শুরু হলে তাকে খুলনা থেকে সাতক্ষীরা আদালতে হাজিরা দিতে নিয়ে যাওয়া হয়। হাজিরা শেষে তাকে আবারও সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়। এরপর কিছুদিন পরে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেলে কলেজ হাসপাতালে করা হয়। সেখানে ১৫ দিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।
লাকি কলারোয়া সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি,পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সর্বশেষ পৌর যুবদলের সভাপতি ছিলেন বলে উপজেলার বিএনপি’র সহসভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচউদ্দীন জানান।
আরও পড়ুন: শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: ৪ আসামিকে জামিন দেননি হাইকোর্ট
ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আটজনসহ ৪৩ জনের আপিল