আকস্মিক নৌ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে ঢাকা নদী বন্দরে অবস্থান করতে দেখা গেছে অসংখ্য যাত্রীকে।
সোমবার দুপুর ২টা থেকে চলমান এই কর্মবিরতি দুই লঞ্চ মাষ্টার রুহুল আমিন এবং জামাল হোসেনের জামিন না পাওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
মেঘনায় দিনের আলোতেই লঞ্চে ডাকাতি, আটক ১
জানা গেছে, নিজাম শিপিং লাইন্সের মালিকানাধীন এমভি এডভেঞ্চার-১ ও এডভেঞ্চার-৯ এর মাষ্টার রুহুল আমিন ও মো. জামাল রবিবার দুপুরে মতিঝিল বিআইডব্লিউটিএ ভবনস্থ মেরিন কোর্টে একটি মামলায় হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁদপুরে মেঘনা নদীতে ফের লঞ্চে ডাকাতি
এ খবর নৌযান শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ঢাকা নদী বন্দর থেকে সকল ধরনের নৌ চলাচল বন্ধ করে দেন। এতে বিপাকে পড়েন কয়েক হাজার যাত্রী।
বরিশালগামী সুন্দরবন-১০ লঞ্চের যাত্রী রতন সাহা জানান, আগে থেকে লঞ্চের একটি কেবিন ভাড়া নিয়ে রেখেছিলেন তিনি। পরিবার নিয়ে বরিশালের উদ্দেশে বাসা থেকে রওনা হয়ে ঘাটে গিয়ে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি জানতে পারেন তিনি।
ভোলাগামী যাত্রী মইদুল, ফজল, আমিনুল ইসলাম, মাসুদ, কালাম ও আমেনা বেগম জানান, তারা ভোলা যাওয়ার জন্য গাজিপুর থেকে বিকাল ৩টায় ঢাকা নদী বন্দরে আসেন। লঞ্চ চলাচল না করায় বাড়ি পৌঁছানো নিয়ে বিপাকে পড়ার কথা জানান তারা।
সুন্দরবন-১১ লঞ্চে মিলল যুবকের রক্তাক্ত লাশ
নৌযান শ্রমিক ফেডারেশন বরিশালের সভাপতি আবুল হাসেম মাস্টার জানান, গেল বছর মেঘনায় ঘন কুয়াশার কারণে এ্যাডভেঞ্চার-১ এবং এ্যাডভেঞ্চার-৯ নামক দুটি লঞ্চের সংঘর্ষ হয়। ওই ঘটনায় মেরিন আদালতে মামলা হলে সেখানে সোমবার স্বেচ্ছায় হাজিরা দিতে গেলে দুই মাষ্টারকে জেল হাজতে পাঠান বিচারক।
কীর্তণখোলা ১০ লঞ্চের মাস্টার কবির হোসেন ও মানামী ১০ লঞ্চের মাস্টার আবু সাইদ বলেন, ‘আমরা চাই না কর্মবিরতি ডেকে যাত্রীদের ভোগান্তি দিতে। তারপরও বাধ্য হয়ে সরকারের কিছু কর্মকর্তার এমন সিদ্ধান্তের কারণে আমরা এই কর্মবিরতি ডেকেছি।’
বরিশালে লঞ্চের কেবিন থেকে নারীর লাশ উদ্ধার
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম বলেন, ‘এটি কোনো পূর্ব ঘোষিত ধর্মঘট নয়। দুই মাষ্টারকে আটকের ঘটনায় শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তারা স্বপ্রণোদিত হয়ে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয়। প্রশাসনের সহায়তায় শ্রমিকদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’
তবে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি তিনি।