করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মাত্র একদিন আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শনিবার বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান আবার বন্ধ করে দেয়া হবে।
জামালপুর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে শিক্ষামন্ত্রী আজ জামালপুল সফর করেন।
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭-মাস বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলতে যাচ্ছে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি মানা হবে। এরপরও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান আবার বন্ধ করে দেয়া হবে।’
মন্ত্রী কোভিড -১৯ সম্পর্কে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান।
কোনো শিক্ষার্থী বা তাদের পরিবারের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে বা উপসর্গ দেখা দিলে তাদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানে না পাঠানোর অনুরোধ জানান দীপু মনি।
আরও পড়ুন: রবিবার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
দেশে করোনা পরিস্থিতির উন্নতির পরিপ্রেক্ষিতে সরকার চলতি মাসের শুরুতে ক্লাসরুমে পাঠদান পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
গত বছর মহামারির প্রাদুর্ভাবের পর থেকে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষার্থীদের ক্লাসরুমে স্বাগত জানাতে প্রস্তুত স্কুল কর্তৃপক্ষ।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর সরকার ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এর পর দফায় দফায় অনেকবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়। সর্বশেষ দফায় ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়।
আরও পড়ুন: ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলবে
৯ সেপ্টেম্বরের আগেই শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান উপযোগী করার নির্দেশ