একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আটটি বৈঠকের পর স্থগিত করা হয়েছে।
বুধবার বিকালে রাষ্ট্রপতির স্থগিতকরণের আদেশ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পাঠ করেন।
এর আগে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই অধিবেশনে একটি বেসরকারি বিল উত্থাপন ছাড়াও ৯টি বিল পাস হয়।
এছাড়া ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় জাতীয় সংসদ।
আরও পড়ুন: সংসদের ১৭তম অধিবেশনের ৫ সদস্যের প্যানেল অব চেয়ার ঘোষণা
সাধারণ আলোচনার পর সংসদে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে অভিনন্দন প্রস্তাবটি গৃহীত হয়।
এর আগে ট্রেজারি বেঞ্চের সংসদ সদস্য শাজাহান খান (মাদারীপুর-২) কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় সংসদে এ প্রস্তাব উত্থাপন করেন।
২৮ মার্চ শুরু হওয়া অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রীর উত্তর দেয়ার জন্য ৩৫টি প্রশ্ন গৃহীত হয় এবং তিনি ১৭টি প্রশ্নের উত্তর দেন।
অধিবেশনে বিভিন্ন মন্ত্রীর জন্য ৮৫৭টি প্রশ্ন আসে এবং তারা ৫৬৩টি প্রশ্নের উত্তর দেন।