সংস্কার ছাড়া মানুষ নির্বাচন গ্রহণ করতে পারবে কী না সে প্রশ্ন তুলেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
রবিবার (৬ অক্টোবর) সচিবালয়ে অধীন দুই মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।
আরও পড়ুন: গণঅভ্যুত্থানে নিহত শিশুদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
আপনাদের এখন অগ্রাধিকার কী সংস্কার, নাকি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া- এ বিষয়ে শারমীন এস মুরশিদ বলেন, ‘আরে! নির্বাচনের দিকে যাবে কীভাবে সংস্কার ছাড়া? একি অদ্ভুত প্রশ্ন! সংস্কার হবে না, নির্বাচন হবে-সেই নির্বাচন নিতে পারবেন তো, সংস্কার ছাড়া?’
সেটা কতদিনে হবে-জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘জানি না, কতদিন।’
আপনাদের লক্ষ্য কী এখন নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, কিন্তু নির্বাচন কমিশন তো এখনও পুনর্গঠনই হয়নি- এ বিষয়ে উপদেষ্টা বলেন, এখনও অনেক কিছুই গঠন হয়নি। মাত্র দুই মাস সময় গেল, একটু সময় দিন।
তিনি আরও বলেন, এসব প্রশ্নের জবাব আপনারা পাবেন। নির্বাচন তো আমাদের অন্যতম লক্ষ্য। সেটার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে।
নির্বাচনের রোড ম্যাপ ও পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, এই আলোচনা এখনও আমাদের ক্যাবিনেটে হয়নি। এটা নিয়ে চেইন অব মিটিং চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এই ভাবনাটা এখনও আলোচনার মধ্যে আছে।
আরও পড়ুন: এবার শারদীয় দুর্গা পূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা