রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশা আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার দুই মেয়ে আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ভাষানটেক এলাকায় নেভী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নারী হলেন-সাবিনা ইয়াছমিন (৩১)।
নিহতের ভাই মো. মামুন জানান, স্বামী রফিকুল ইসলাম ও দুই মেয়েকে নিয়ে ভাষানটেক বিআরপি কলোনীতে থাকতো সাবিনা। বড় মেয়ে হুমায়রা ইয়াছমিন ওহি বাংলাদেশ নেভী স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। তার স্কুলে পরীক্ষা থাকায় দুপুরে ছোট মেয়ে রাহিকে সঙ্গে নিয়ে তিনজন রিকশাযোগে হুমায়রার স্কুলে যাচ্ছিলেন।
আরও পড়ুন: রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে আ’লীগ নেতাসহ নিহত ২
মামুন আরও জানান, এসময় তারা ভাষানটেক নেভী মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে ট্রাস্ট পরিবহনের একটি বাস রিকশার পেছনে ধাক্কা মারে। এতে রিকশা থেকে ছিটকে পরে আহত হয় তারা। পরে পথচারীরা তাদেরকে প্রথমে স্থানীয় মার্কস হাসপাতালে এবং পরে থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে সাবিনাসহ তার দুই মেয়েকে হাসপাতালে নিয়ে আসা হয়। সাবিনাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর দুই মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুন: মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩