অনেক ভালো ছাত্র অব্যাহত প্রচেষ্টা না থাকায় জীবনে সফলতার দেখা পায় না উল্লেখ করে শিক্ষার্থীদের সফলতার জন্য অব্যাহত প্রচেষ্টা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে তরুণ লেখক সাদ ইসলামের ‘হাউ টু বিকাম এ সাকস্যাসফুল স্টুডেন্ট’ এবং ‘ড্রিমি ড্রপস’ গ্রন্থ দুটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ছাত্র-ছাত্রীদের সফলতার জন্য অব্যাহত প্রচেষ্টা থাকা প্রয়োজন। অনেক ভালো ছাত্র অব্যাহত প্রচেষ্টা না থাকায় জীবনে সফলতার দেখা পায় না। শুধু শিক্ষার্থী নয়, ব্যক্তি জীবনেও যে কোনো মানুষের সাফল্যের জন্য এই প্রচেষ্টা এবং সময় ব্যস্থাপনা জরুরি।’
তিনি আরও বলেন, ‘গ্রেড অর্জনের চেয়ে শিক্ষা অর্জন এবং শিক্ষাগত যোগ্যতার চেয়ে মানুষ হিসেবে সফলতা অর্জন বেশি গুরুত্বপূর্ণ।’
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রকাশনাবান্ধব উল্লেখ করে প্রকাশনার ক্ষেত্র বর্তমানে অনেক বিকশিত হয়েছে বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।
কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে এই প্রকাশনা উৎসবে জ্যৈষ্ঠ সাংবাদিক ও গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, তরুণ কথা সাহিত্যিক সাদাত হোসেন ও লেখক সাদ ইসলাম বক্তব্য দেন। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বই দুটির প্রকাশনা প্রতিষ্ঠান অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম।
আরও পড়ুন: প্রত্যাবাসন ঠেকাতেই রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ড: পররাষ্ট্রমন্ত্রী
কলিন পাওয়েল ছিলেন একজন মহান নেতা ও যোদ্ধা: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের অপার সম্ভাবনা সারাবিশ্বে তুলে ধরতে বললেন পররাষ্ট্রমন্ত্রী