রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বৃহস্পতিবার দেশবাসীকে সবার জন্য ভালো কিছু করার চিন্তা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘শুধু নিজের এবং পরিবারের জন্য ভালো কিছু করার কথা ভাববেন না। সবার জন্য ভালো কিছু করার চিন্তা করতে হবে।’
বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব 'বুদ্ধ পূর্ণিমা' উপলক্ষে রাষ্ট্রপতি ভবনের সনদ হলে বৌদ্ধ নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণকে আলো দেখান এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করুন।
তিনি আরও বলেন, বিশ্বের সব ধর্মই সর্বদা মানুষের কল্যাণের কথা বলে এবং প্রতিটি ধর্মেরই ভালো জিনিস রয়েছে।
গৌতম বুদ্ধকে মানবতা ও স্বাধীনতার প্রতীক হিসেবে আখ্যায়িত করে তিনি সকল বৌদ্ধ সম্প্রদায়ের মানুষকে ধর্ম থেকে সেরা জিনিসটি গ্রহণ করার পরামর্শ দেন।
তিনি বৌদ্ধ নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়ের অংশ... এই অঞ্চলে তথা বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য আপনাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।’