অফিসিয়াল যোগাযোগ স্থাপনের মাধ্যমে কৃষি, সবুজ অর্থনীতি এবং অন্যান্য অর্থনৈতিক খাতে এক সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তানজানিয়া ।
বাংলাদেশের মৎস্য খাত, জাহাজ নির্মাণ শিল্প এবং উদ্যানপালন খাত সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছে তানজানিয়া। বাণিজ্য ও অর্থনীতির উন্নয়নে ব্যবসায়ী প্রতিনিধিদলের বিনিময়ের গুরুত্বও তুলে ধরেন তারা।
সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তানজানিয়ার প্রাণিসম্পদ ও মৎস্যমন্ত্রী মাশিম্বা মাশৌরি এনদাকি এবং ব্লু ইকোনমি ও ফিশারিজমন্ত্রী আবদুল্লাহ হুসেন কম্বো পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং বৃহত্তর সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করেন।
দুই মন্ত্রী ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সভায় যোগ দিতে ঢাকা সফর করছেন।
ড. মোমেন সফররত মন্ত্রীদের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার বর্ণনা দেন।
তিনি উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অসামান্য আর্থ-সামাজিক উন্নয়ন করেছে।
আরও পড়ুন: বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি