স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চান প্রধানমন্ত্রী, সেভাবেই নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চলছে।
তিনি বলেন, 'আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছি। কিন্তু বিএনপি হিংসার রাজনীতি করতে অভ্যস্ত এবং তারা সেটাই করছে।’
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে নাটোর সার্কিট হাউজে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: যুক্তরাজ্য থেকে অবৈধ অভিবাসীদের ফেরাতে এসওপি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, শিগগিরই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
তিনি বলেন,‘এ দেশের ভোটাররা রক্তপাত ও সহিংসতা পছন্দ করে না। বিএনপি যদি নির্বাচনে না আসে, সেটা তাদের ব্যাপার। বিএনপি রাস্তা অবরোধ করে সহিংসতা করছে, তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’
পরে মন্ত্রী নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার এবং নবনির্মিত নাটোর পাসপোর্ট কার্যালয় ভবন উদ্বোধন করেন।
আরও পড়ুন: রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সংলাপে উৎসাহ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী