জাহাঙ্গীর করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন এবং ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
আওয়ামী লীগের এ নেতা পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা: আর্থিক প্রণোদনা পরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
এক শোকবার্তায় শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের লড়াই-সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতার কথা স্মরণ করেন।
তিনি বলেন, ‘জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতা সৃষ্টি হয়েছে।’
বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: আ’লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সামসুদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কায়কাউস থাকছেন আরও ২ বছর
জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে পাশে দাঁড়ান: সেনাবাহিনীকে প্রধানমন্ত্রী