প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার শনিবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬।
প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মইনুল আলম ইউএনবিকে জানিয়েছেন, কমনওয়েলথ সাংবাদিক সমিতির (সিজেএ) দুই মেয়াদী সভাপতি শাহরিয়ার বেলা পৌনে ১২টার দিকে ইমপালস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত দেড়টার দিকে জ্যেষ্ঠ সাংবাদিককে জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের বিভিন্ন লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মইনুল জানান, শাহরিয়ার এক সপ্তাহ আগে কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন তবে ফলাফল নেগেটিভ আসে। ‘পরে, তাকে ৮০% ক্ষতিগ্রস্থ ফুসফুস এবং শ্বাসকষ্টের গুরুতর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।’
শাহরিয়ার দীর্ঘদিন দায়িত্ব পালনের পর ২০০৮ সালে দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক হিসেবে অবসর গ্রহণ করেন।
তিনি ডেইলি সানের প্রথম সম্পাদক এবং চট্টগ্রাম ভিত্তিক ডেইলি পিপলস ভিউয়ের প্রধান সম্পাদক ছিলেন।
শাহরিয়ার আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন নিউজউইক, খালিজ টাইমস, ভারতের দৈনিক ডেকান হেরাল্ড, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য এশিয়ান এজ, পাকিস্তানের মর্নিং নিউজ, ডন এবং ইভনিং স্টারের বাংলাদেশ সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন।
শাহরিয়ার ১৯৯৩-৯৪ মেয়াদে জাতীয় প্রেস ক্লাব পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এদেশের সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।