সিরাজগঞ্জ সদরে অভিযান চালিয়ে আট কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ সদস্যরা। রবিবার ভোরে উপজেলার সয়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জাকির হোসেন সাহেব (২০) নওগাঁর বদলগাছী উপজেলার প্রধানকুণ্ডি গ্রামের মো.খলিল মণ্ডলের ছেলে।
র্যাব-১২-এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাজশাহীতে চাঁদাবাজির মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বঙ্গবন্ধুসেতু পশ্চিম ফুড কর্নারের কাছে অভিযান চালিয়ে আট কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. জাকির হোসেন সাহেব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ এক হাজার ৬৮০ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।