সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাঝদক্ষিণা গ্রামে সোমবার সন্ধ্যায় বীজের লাইসেন্স দেয়ার কথা বলে ঘুষ নেয়ার সময় ইসরাইল হোসেন নামে এক বিএডিসি কর্মকর্তা জনতার হাতে আটক হয়েছেন।
ইসরাইল তাড়াশ উপজেলায় বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী পদে কর্মরত আছেন।
মাঝদক্ষিণা গ্রামের কৃষক আল-আমিন জানান, ইসরাইল হোসেন লাইসেন্স দেয়ার নাম করে ২০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেন। সোমবার ছুটির দিনেও তিনি তালম ইউনিয়নের তাইজুল ও হাবিবুর এবং মাঝদক্ষিণা গ্রামের সোহেল, জুয়েল ও সুলতানসহ বেশ কয়েকজন কৃষকের কাছ থেকে ঘুষের টাকা আদায় করেছেন। সন্ধ্যা ৭টার দিকে মাঝদক্ষিণা গ্রামবাসী ঘুষের টাকাসহ তাকে আটক করে স্থানীয় চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।
দেশীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, বিষয়টি মীমাংসার জন্য ৭ দিনের মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হবে মর্মে মুচলেকা নিয়ে বিএডিসি কর্মকর্তা ইসরাইলকে ছেড়ে দেয়া হয়েছে।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, ‘এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছি।’