সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের নকল প্রবেশপত্র তৈরির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কনস্টেবল রিক্রুমেন্টের বাছাইয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জে সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত হজরত আলী মণ্ডলের ছেলে আব্দুস সাত্তার মণ্ডল (৫৫), তার ছেলে আতাউর রহমান মণ্ডল (২৯) এবং একই গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে গোলাম রাব্বী (১৯)।
আরও পড়ুন: দেশের প্রথম ‘যুদ্ধশিশু’র রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন সিরাজগঞ্জের মেরিনা
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ কনস্টেবল নিয়োগের প্রবেশপত্রের ওপরের সিল স্ক্যান করে তুলে ফেলে নকল প্রবেশপত্র তৈরি করে পাঁচশ’ টাকা করে বিক্রি করা হচ্ছিলো।
তিনি বলেন, পুলিশ লাইন্সে কনস্টেবল রিক্রুমেন্টের সময় বিষয়টি ধরা পড়ার পর গোয়েন্দা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে পুলিশ লাইন্সের পাশের কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মণ্ডল টেলিকম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে চাষ হচ্ছে ওষুধি ও পুষ্টিগুণের বিদেশি ফসল চিয়া সিড