সিরাজগঞ্জের সলংগায় ছেলের ‘মারধরে’ এক বৃদ্ধা মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার সলংগা থানার নাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত চায়না খাতুন (৬০) ওই গ্রামের মৃত আলহাজ্ব আলীর স্ত্রী।
অভিযুক্ত ছেলের নাম শরিফুল ইসলাম।
আরও পড়ুন: পুলিশকে পিটুনির অভিযোগে যুব গেমসের কোচসহ ১১ খেলোয়াড় গ্রেপ্তার
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে গাড়ি চাপায় শরিফুল ইসলামের একটি ছাগলের বাচ্চা মারা যায়। এর জের ধরে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফুল তার মা চায়না খাতুনকে মারধর করে। এরপর আহত চায়না খাতুনকে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করা হলে রাত ১০টার দিকে তিনি মারা যান।
তিনি আরও বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মাদকাসক্ত ছেলে শরিফুলকে গ্রেপ্তার করে এবং বৃদ্ধার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: মাগুরায় ভাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ১