অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ভারতীয় ৬ হাজার ৩৪০ রুপি ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকরা হলেন- হবিগঞ্জের জীবন দাস এবং কিশোরগঞ্জের সজল দাস।
রবিবার জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদু্ন্নবী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী আমু
বিজিবি সূত্রে জানা যায়, কানাইঘাট সীমান্তের নিকটবর্তী রাতাছড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে দেশে ফেরার সময় জীবন দাস ও সজল দাসকে আটক করা হয়। আটকের পর তাদের দুজনকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।
খোন্দকার মো. আসাদু্ন্নবী বলেন, ‘সীমান্তে নিরাপত্তা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে।’
সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।