বাগেরহাটের সুন্দরবনের অভ্যন্তরে ঢুকে পড়া গৃহপালিত গরু আনতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন এক কৃষক। পরে আহতাবস্থায় ৬২ বছর বয়সী মো. ফজলু গাজীকে শুক্রবার সকালে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন তিনি।
হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার ডান পায়ের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদে বর্শিতে ধরা পড়লো ৬২ কেজির বাঘাইর মাছ!
ফজলু গাজীর বাড়ি সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলার উপজেলার উত্তর রাজাপুর গ্রামে।
তার পরিবারের সদস্যরা জানায়, বনে প্রবেশের অনুমতি ছিলো না। তাই ‘ভয়ে’ দুদিন কাউকে কিছু জানায়নি তারা।
ফজলুর স্ত্রী ফিরোজা বেগম বলেন, তাদের বাড়ি সুন্দরবনের একদম কাছেই। একটা বেড়িবাঁধ, তারপর ছোট নদীর অপর পাশে বন।
মঙ্গলবার সকালে তাদের একটি গরু ছাড়া পেয়ে শুকিয়ে যাওয়া ভোলা নদী পেরিয়ে সুন্দরবনে ঢুকে পড়ে।
বেলা ১১টার দিকে গরু আনতে নদীর ওপারে সুন্দরবনের ভেতরে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন তার স্বামী।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শহিদুল ইসলাম হাওলাদার জানান, বিভিন্ন মাধ্যমে বাঘের আক্রমণে কৃষক আহত হওয়ার বিষয়টি শনিবার সে জানতে পারেন। ওই কৃষক অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেছে। একারণে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিল। অবৈধভাবে যেন কেউ সুন্দরবনে প্রবেশ না করে এজন্য বনসংলগ্ন এলাকায় প্রায়ই মাকিং করা হচ্ছে। এর পরেও মানুষ অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করছে।
এসিএফ শহিদুল ইসলাম হাওলাদার আরও জানান, ওই কৃষক কি উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করেছিল তা তদন্ত করে দেখা হবে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: বাঘের চামড়াসহ ২ চোরা শিকারী আটক