বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেলের) থেকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
খসরু ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের মামলার তথ্য জানতে নতুন অ্যাপ চালু
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ভোট গণনা শুরু হয়।
মোট ৭ হাজার ৭২১ জন ভোটারের মধ্যে দুইদিনে ৫ হাজার ৪৮৬ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অবসরপ্রাপ্ত বিচারপতি এএফএম আবদুর রহমান প্রধান নির্বাচন কমিশনার ছিলেন।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল (সাদা) সভাপতিসহ আটটি পদে এবং বিএনপি-জামায়াতপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল) সম্পাদকসহ ছয়টি পদে জয় পেয়েছেন।
আরও পড়ুন: কটাক্ষ: আইনজীবী ইউনুছ আলী আকন্দ ৩ মাস সুপ্রিম কোর্টে নিষিদ্ধ
সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল
সহ সভাপতির দুটি পদের একটিতে জয় পেয়েছেন সাদা প্যানেলের মুহাম্মদ শফিক উল্ল্যা এবং অন্যটিতে নীল প্যানেলের মো. জালাল উদ্দিন। সহ সম্পাদকের দুটি পদের মধ্যে একটিতে জয় পেয়েছেন নীল প্যানেলের মাহমুদ হাসান, অন্যটিতে সাদা প্যানেলের সাফায়াত সুলতানা রুমি।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সাদা প্যানেলের প্রার্থী ড. ইকবাল করিম।
সাতটি সদস্য পদের মধ্যে চারটিতে জয় পেয়েছে সাদা প্যানেলের প্রার্থীরা। তারা হলেন শিবলী সাদেকীন, মাহফুজুর রহমান, মিন্টু কুমার মণ্ডল, মুনতাসীর আহমেদ। সদস্য পদে জয়ী নীল প্যানেলের তিন প্রার্থী হলেন ইফতেখার আহমেদ, পারভীন কাওসার মুন্নি ও রেদওয়ান আহমেদ রানজিব।