সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
হাইকোর্টের বেঞ্চ বাড়ল আরও দুটি
আইনজীবীদের অব্যাহত দাবির পরিপ্রেক্ষিতে লকডাউন চলাকালে বিচারকার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্টে বেঞ্চের সংখ্যা বাড়ানো হলো দুটি। এ নিয়ে হাইকোর্ট বিভাগে বেঞ্চের সংখ্যা চারটি থেকে বেড়ে ছয়টি হলো।
নতুন দুটি বেঞ্চ গঠন করে বুধবার প্রধান বিচাপরতি সৈয়দ মাহমুদ হোসেনের স্বাক্ষরে আদেশ জারি করা হয়েছে। সব কটি বেঞ্চই ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনা করবেন।
আরও পড়ুন: চিকিৎসক পুলিশের পাল্টাপাল্টি বিবৃতি কাম্য নয়: হাইকোর্ট
নতুন যে দুটি বেঞ্চ গঠিত হয়েছে তা হলো-বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এবং বিচাপরতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ। এ দুটি বেঞ্চে অতীব জরুরি জামিন আবেদন ও ফৌজদারি মোশনসহ বিভিন্ন ফৌজদারি মামলার শুনানি হবে।
এর আগে থেকে বসছেন বিচারপতি এম. ইনায়তুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি জেবি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের দ্বৈত বেঞ্চ এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ। এর মধ্যে দুটি বেঞ্চে জামিন আবেদনহ ফৌজদারি মামলার শুনানি হচ্ছে।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত ৫ এপ্রিল থেকে সারা দেশে নিয়মিত আদালত বন্ধ হয়ে গেছে। তবে জরুরি মামলা শুনানির জন্য হাইকোর্ট বিভাগে মাত্র চারটি বেঞ্চ খোলা ছিল। যেখানে গত ফেব্রুয়ারি পর্যন্ত হাইকোর্ট বিভাগে প্রতিদিন ৫২-৫৩টি বেঞ্চ শারীরিক ও ভার্চুয়ালি বসেছে। হাইকোর্ট বিভাগে বেঞ্চ সংখ্যা বাড়ানোর জন্য আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে দাবি জানিয়ে আসছেন। এরই মধ্যে মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন তারা।
আরও পড়ুন: এফবিসিসিআইয়ের নির্বাচন বন্ধে হাইকোর্টের রুল
এ অবস্থায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি হাইকোর্ট বিভাগে বেঞ্চ সংখ্যা বাড়ানোর দাবিতে বুধবার প্রধান বিচারপতির কাছে লিখিত আবেদন জানায়। সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের স্বাক্ষরে এ আবেদন করা হয়। এ আবেদন জানানোর কিছু সময় পর হাইকোর্ট বিভাগে বেঞ্চ সংখ্যা চারটি থেকে বাড়িয়ে ছয়টি করে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিমকোর্ট প্রশাসন।
৩ বছর আগে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি খসরু, সম্পাদক কাজল নির্বাচিত
সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন।
৩ বছর আগে
অনির্দিষ্টকালের জন্য ভার্চুয়াল আদালত চলতে পারে না: খন্দকার মাহবুব হোসেন
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জেষ্ঠ্য আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, অনির্দিষ্টকালের জন্য ভার্চুয়াল আদালত চলতে পারে না।
৪ বছর আগে
সাংবাদিক আরিফুলকে ভ্রাম্যমাণ আদালতে দেয়া সাজা হাইকোর্টে স্থগিত
কুড়িগ্রামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সাংবাদিক আরিফুল ইসলামকে দেয়া ছয় মাসের সাজার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
৪ বছর আগে
করোনা পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের অবকাশ ২ সপ্তাহ বাড়ানোর অনুরোধ
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ আদালতে লোকসমাগম কমাতে চলমান অবকাশ আরও দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
৪ বছর আগে