তার লাশ সোমবার বেলা ১১টার দিকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সাড়ে ১১টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়।
আইনমন্ত্রী আনিসুল হক, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম প্রমুখ জানাজায় অংশ নেন।
মাহবুবে আলমকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার সন্ধ্যায় মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৭টা ২৫ মিনিটে মারা যান বলে ফেসবুক পোস্টে জানান তার ছেলে সুমন মাহবুব।
গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং পরে করোনা পরীক্ষায় প্রতিবেদন পজেটিভ আসে। তাকে ১৮ সেপ্টেম্বর আইসিইউতে নেয়া হয়।
দেশে অ্যাটর্নি জেনারেল হিসেবে সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালন করেন মাহবুবে আলম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুগান্তকারী যুদ্ধাপরাধের মামলা পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।