সুরক্ষা সরঞ্জামের কোনো ঘাটতি নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন, স্বাস্থ্যকর্মীরা নিজেকে সুরক্ষিত রেখে সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন বলে দেশবাসী প্রত্যাশা করে।
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
সেই সাথে তিনি সাধারণ রোগীরা যাতে কোনোভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে দিকে নজর রাখার জন্য প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
সামাজিক দূরত্ব বজায় রাখতে নিয়োজিত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মী, করোনাভাইরাসে আক্রান্ত রোগী আনা-নেয়ার কাজে এবং মৃত ব্যক্তির দাফন ও সৎকারের দায়িত্বে নিয়োজিত কর্মীসহ জরুরি সেবা কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।