সামাজিক দূরত্ব
করোনার ঊর্ধ্বগতি: কমলাপুর রেলস্টেশনে সামাজিক দূরত্ব লঙ্ঘনের মহোৎসব
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ঈদ-উল-আজহার আগে ট্রেনের টিকিট কাটতে প্রতিদিন কয়েক হাজার মানুষ কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় করছে। এর ফলে সামাজিক দূরত্ব বজায় থাকছে না।
ঈদের আর মাত্র চার দিন বাকি থাকায় মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনে মাস্ক ছাড়া লোকজনকে টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
আগামী ১০ জুলাই দেশে মুসলমান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হওয়ায় ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
টিকিটের জন্য যাত্রীরা ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করার সময় সামাজিক দুরত্বের বালাই থাকছে না। এ সময় প্রত্যেকে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে, কখন তারা তাদের কাঙ্ক্ষিত টিকিট পাবে!
আরও পড়ুন: ৪ মাস পর করোনায় সর্বোচ্চ মৃত্যু
২ বছর আগে
কঠোর লকডাউনে জুমার নামাজ: রাজধানীর দুটি মসজিদে ভিন্ন চিত্র
ঢাকাকে বলা হয় মসজিদের শহর। শুক্রবার জুমার নামাজে ঢাকার মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক সমাগম দেখা যায়। তবে বর্তমানে করোনা নিয়ন্ত্রণে সারাদেশে কঠোর লকডাউন চলাকালে মসজিদে নামাজ আদায়ে সরকার কিছু নির্দেশিকা জারি করেছে।
শুক্রবার (২ জুলাই) রাজধানীর দুটি মসজিদ ঘুরে ইউএনবির ফটোসাংবাদিকরা ভিন্ন চিত্র তুলে ধরেছেন।
৩ বছর আগে
করোনা: খুলনা বিভাগে আক্রান্ত ৩০ হাজারের বেশি, মৃত্যু ৫৪২
খুলনায় বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। বিভাগে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। একই সাথে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪২ জনে।
এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় শনাক্ত হয়েছে ৩০ হাজার ২০২ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৫৬ জন।
আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে
করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪২ জনে। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৮৪৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৩ জন।
বিভাগে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। এ পর্যন্ত খুলনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৯ জন। সুস্থ হয়েছেন ৭ হজার ৫৩৯ জন।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি না মানলে করোনা নিয়ন্ত্রণে আসবে না: মন্ত্রী
এছাড়া বাগেরহাটে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন। সুস্থ হয়েছেন ১ হজার ১৭১ জন। সাতক্ষীরায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন। সুস্থ হয়েছেন ১ হজার ১৬৪ জন।
যশোরে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৯ জন। মারা গেছেন ৬৮ জন। সুস্থ হয়েছেন ৫ হজার ১৬৯ জন। নড়াইলে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫০ জন। মারা গেছেন ২২ জন। সুস্থ হয়েছেন ১ হজার ৬৫৫ জন।
মাগুরায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৪ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৩ জন। সুস্থ হয়েছেন ১ হজার ৯৪ জন। ঝিনাইদহে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৯৩ জন। মারা গেছেন ৫০ জন। সুস্থ হয়েছেন ২ হজার ৪৪৯ জন।
আরও পড়ুন: লকডাউনে খাদ্য ও আর্থিক সহায়তার দাবি অটোরিকশা, হালকা যানবাহনের কর্মীদের
কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫২১ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০৩ জন। সুস্থ হয়েছেন ৪ হজার ১৮২ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৬ জন। মারা গেছেন ৪৯ জন। সুস্থ হয়েছেন ১ হজার ৬৬৬ জন।
সর্বনিম্মে রয়েছে মেহেরপুর। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন। সুস্থ হয়েছেন ৭৫৭ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেন, করোনায় সংক্রমণ দিন দিন বাড়ছে। মানুষকে সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চললে সংক্রমণ ও মৃতের সংখ্যা কমবে বলে তিনি আশাবাদী।
৩ বছর আগে
ফরিদপুরে করোনায় ২ জনের মৃত্যু
ফরিদপুরে করোনা আক্রান্ত হয়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যান তারা। ফরিদপুরে মহামারি করোনায় এ পর্যন্ত মৃত্যের সংখ্যা ১২৩ এ দাঁড়িয়েছে।
মৃত হাফিজা বেগম (৬১) ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা সালাম ব্যাপারির স্ত্রী ও নূর ইসলাম (৪৯) মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাচিকাটা গ্রামের বাসিন্দা ইউনুস হাওলাদালের ছেলে।
আরও পড়ুন: করোনার সর্বশেষ পরিস্থিতি: বিশ্বে ২৪ ঘণ্টায় ১১ হাজার মানুষের মৃত্যু
এদিকে, ফরিদপুরে করোনা আক্রান্তের হার দিন দিন বাড়ছে। গত সোমবার ৯২ জনের পরীক্ষা করে ১৫ জনের করোনা ধরা পড়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৩০। গত মঙ্গলবার ২৩৩ জনের পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের। শনাক্তের হার ১১ দশমিক ১৭।
ফরিদপুর সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুরে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়ে ১২৩ জন মারা গেছেন।
তিনি বলেন, ‘করোনা শনাক্তের হার বাড়ছে। আমাদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলা ছাড়া এ বিপদ থেকে রক্ষা পাওয়ার সুযোগ নেই। আমরা জনাকীর্ণ জায়গায় যাব না এবং সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলব।’
এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই নড়েচড়ে বসেছে স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
আরও পড়ুন: টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সরকারি নির্দেশ মোতাবেক আমরা শহর ও উপজেলা সদরগুলোর গুরুত্বপূর্ন স্থানগুলোতে মাইকিংসহ বিভিন্ন ধরনের করোনা বিরোধী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। কোথাও কোথাও মোবাইল কোর্ট পরিচালনা করতে হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিতের কোনো পরিকল্পনা নেই: স্বাস্থ্য সচিব
৩ বছর আগে
কোভিডের দিনগুলোতে জুমার নামাজ আদায়
দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় অনেককেই করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রোধে ঘোষিত সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম উপেক্ষা করতে দেখা গেছে।
৪ বছর আগে
আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে চালু হচ্ছে আরও ২৪ লোকাল ও কমিউটার ট্রেন
বাংলাদেশ রেলওয়ে আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে তাদের বহরে আরও ২৪টি লোকাল ও কমিউটার ট্রেন যুক্ত করবে।
৪ বছর আগে
পশুর হাটে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বল্প পরিসরে, যথাসম্ভব লোক সমাগম কমিয়ে কোরবানির পশুর হাট বসানোর পাশাপাশি যথাযথ স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্বসহ অন্যান্য সরকারি নির্দেশনা নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের অধীন জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
৪ বছর আগে
সিলেটের হোটেল-রেস্টুরেন্ট খুলছে মঙ্গলবার
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলছে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট।
৪ বছর আগে
কোরবানির পশুর হাট: কুষ্টিয়ায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, বাড়ছে সংক্রমণের ঝুঁকি
করোনার ভয়াবহ সংক্রমনের মধ্যেই স্বাস্থ্যবিধি না মেনেই কুষ্টিয়ার সব পশু হাটে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন। এতে করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
৪ বছর আগে
কোভিড-১৯: ৪ মাস পর খুলে দেয়া হলো ডিজনি ওয়ার্ল্ড
কোভিড-১৯ বিস্তার রোধে নতুন নিয়ম চালুর মধ্যে দিয়ে প্রায় চার মাস পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের ম্যাজিক কিংডম এবং অ্যানিম্যাল কিংডম খুলে দেয়া হয়েছে।
৪ বছর আগে