নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। অফিশিয়াল একাউন্টে দেয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে সবাই টাইগারদের জয় উদযাপন করছে। তবে এই দুর্দান্ত তরুণদের ব্যর্থতার সময় যারা দূরে ঠেলে দেয় তাদের জন্য এই জয় নয়।
রাদওয়ান মুজিব সিদ্দিক আরও বলেন, এই খেলোয়াড়রা যখন বাজে ফর্মে ছিল তখন তাদের যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয় তার কোনও ব্যাখ্যা হয় না। চলুন, আমরা খেলোয়াড়দের সবসময় সমর্থন দেই। সুসময়ের ভক্তদের কোনও জায়গা নেই।
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো স্বাগতিকদের টেস্টে হারিয়েছে টাইগাররা। বুধবার ৮ উইকেটের জয় পায় তারা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে আটকে দেয় বাংলাদেশ। পরে নিজেরা করে ৪৫৮ রান। এতে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্ল্যাকক্যাপসরা। তবে টাইগারদের বোলিং তোপে সুবিধা করতে পারেনি স্বাগতিক দলটি। তারা অলআউট হয় ১৬৯ রানে। এতে ৪০ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে সে লক্ষ্যে ৮ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় টাইগাররা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক দেশের অধিকাংশ মানুষের পরিচিত। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তরুণদের মাঝে দারুণ জনপ্রিয়। দেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে তার সৃজনশীল সব উদ্যোগ ও কার্যক্রমের কারণে তরুণদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড, জয় বাংলা কনসার্ট, ‘মুজিব’ গ্রাফিক নভেল এবং “হাসিনা: এ ডটার’স টেল” এর মত সৃজনশীল উদ্যোগগুলো এসেছে রাদওয়ান মুজিবের হাত ধরে।
আরও পড়ুন: তরুণদের আরও দায়িত্ব দেয়ার সময় হয়েছে: রাদওয়ান মুজিব সিদ্দিক
বিজয়ীদের হাতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ তুলে দেবেন রাদওয়ান মুজিব