‘শিশুরাই গড়বে আলোকিত সোনার বাংলা’ প্রতিপাদ্য নিয়ে সোমবার যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিশু দিবস উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ।
শিশুদের জন্য আন্তর্জাতিক দিবস উদযাপনের পাশাপাশি, ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত শিশু অধিকার সপ্তাহ ২০২২ পালন করবে বাংলাদেশ।
রবিবার দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
আরও পড়ুন: যশোর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘আমি বাংলাদেশে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালনের উদ্যোগকে স্বাগত জানাই। আজকের শিশুরা ভবিষ্যৎ বিশ্বকে নেতৃত্ব দেবে, সেজন্য স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, নিরাপত্তা ও বিনোদনের মাধ্যমে তাদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশ অপরিহার্য’।
বার্তায় আরও বলা হয়, ‘মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি দেশপ্রেম ও মানবিক গুণাবলিও শিশুদের মধ্যে গড়ে তুলতে হবে। আমি আশা করি বিশ্বের সমস্ত শিশু যত্ন এবং নিরাপত্তার মধ্যে বেড়ে উঠবে।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বাংলাদেশ জাতিসংঘের শিশু অধিকার সনদে প্রথম সাক্ষরকারী দেশগুলোর একটি। জাতিসংঘের সনদ জারির অনেক আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশ ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন করে।
বার্তায় আরও বলা হয়েছে, ‘বর্তমান সরকার শিশুদের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন আইন ও নীতি প্রণয়ন করেছে। এগুলোর সফল বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ ২০২২-এর শুভেচ্ছা জানাই।’
আরও পড়ুন: সিলেটে দুই শিশুসহ রোহিঙ্গা দম্পতি আটক