সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর মেয়াদ বাড়িয়েছে সরকার।
২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি থেকে ১৮ মাসের জন্য চুক্তিভিত্তিক সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জাবেদ পাটোয়ারী ২০২০ সালের ২২ আগস্ট সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন: ডিএমপি কমিশনার শফিকুলের চাকরির মেয়াদ বাড়ল আরও এক বছর
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে অবসর গ্রহণ করেন।
তিনি বাংলাদেশ পুলিশে ৩৫ বছর দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিসেস্টার থেকে 'ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট' বিষয়ে স্নাতকোত্তর সার্টিফিকেট ডিগ্রি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে 'বাংলাদেশে সন্ত্রাসবাদ মোকাবিলা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা' বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও, তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এফবিআই ন্যাশনাল একাডেমি থেকে স্নাতক এবং যুক্তরাজ্যের ব্রামশিলের পুলিশ স্টাফ কলেজে ইন্টারন্যাশনাল কমান্ডারস প্রোগ্রাম এবং যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোগ্রামে অংশ নিয়েছেন।
আরও পড়ুন: দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করলেন শাবিপ্রবির উপাচার্য