সৌদি আরবে ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে গৃহকর্মী নিয়োগে করা চুক্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে চুক্তি বৃদ্ধির হার ১৫ শতাংশের বেশি ছিল। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ‘মুসানেড’ প্লাটফর্ম এসব তথ্য জানিয়েছে।
সৌদি আরব ২০২২ সালে গৃহকর্মী নিয়োগে বেশ কয়েকটি নতুন দেশ যুক্ত করার জন্য ‘মুসানেড’ প্ল্যাটফর্ম ব্যবহার করছে। এক্ষেত্রে বিভিন্ন গবেষণা ও মানদণ্ডের ভিত্তিতে নতুন দেশ থেকে পাঠানো গৃহকর্মীদের নিয়োগ দেবে সৌদি সরকার।
আরও পড়ুন: জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আসাদুজ্জামান খাঁনের সৌজন্য সাক্ষাত
সৌদি সরকার মূলত আরব পরিবারে গৃহকর্মীদের মানিয়ে নেয়ার সক্ষমতার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এছাড়া রয়েছে অপরাধের মাত্রা, মহামারি, ভাষা, শিক্ষাগত যোগ্যতা, প্রত্যাশিত নিয়োগের ব্যয়, বেতন ও অন্যান্য মানদণ্ড।
‘মুসানেড’ এর তথ্য মতে, গেল বছরের অক্টোবরে গৃহকর্মী নিয়োগে ৬৫ হাজার চুক্তি হয়েছে। আর নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছিল ৬৯ হাজারে এবং ডিসেম্বরে তা আরও বেড়ে ৭৬ হাজার হয়।
প্লাটফর্মটির তথ্য মতে, গেল বছরের ডিসেম্বরে গৃহকর্মী পাঠাতে ১২ হাজারের বেশি চুক্তি করে তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। এরপরে পাকিস্তান ১১ হাজারের বেশি চুক্তি করে দ্বিতীয় স্থানে এবং প্রায় ১১ হাজার চুক্তি করে ভারত তৃতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশি কর্মীদের প্রশংসা লিবিয়ার চার্জ ডি অ্যাফেয়ার্সের
মিউনিখ নিরাপত্তা সম্মেলন: জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহায়তার নিশ্চয়তা চায় ঢাকা