নরসিংদীর মাধাবদীতে স্ত্রী মানসুরাকে (২৫) শ্বাসরোধে হত্যার পর স্বামী রাজু মিয়া (৩৮) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে বাবুরহাট বাজারের ধুমকেতু সংঘ মাঠ-সংলগ্ন একটি ভবনের কার্নিশ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় স্বামী রাজু মিয়ার লাশ।
এর আগে, নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মানসুরার লাশ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ। পরে লাশদুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রাজু মিয়া বালুসাইর গ্রামের আলী আহম্মেদের ছেলে এবং মানসুরা বেগম একই গ্রামের আব্দুল আলীর মেয়ে। দীর্ঘ ১৫ বছর সংসারে তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
আরও পড়ুন: শিশু ধর্ষণ ও হত্যার পর মুখে অ্যাসিড: অপরাধীদের সবাই কিশোর
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মানসুরা-রাজু দম্পত্তির পারিবারিক কলহ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, কলহের জের ধরেই গতকাল (শুক্রবার) মানসুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যান রাজু। পরে শনিবার সকালে উদ্ধার করা হয় তার লাশ।
পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যা করে শোক সইতে না পেরে রাজু নিজেই আত্মহত্যা করেছেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘তাদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’