ময়মনসিংহে স্বামী হেলাল উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী হাফিজা খাতুন ও তার কথিত প্রেমিক আব্দুল্লাহ আল মামুনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দুজনকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মুনসুর এই রায় ঘোষণা করেন।
রায়ের বিবরণে জানা যায়, ১৪ বছর আগে মুক্তাগাছার ভাবকী গ্রামের হেলাল উদ্দিনের সঙ্গে বিয়ে হয় নন্দীবাড়ি গ্রামের হাফিজা খাতুনের। বিয়ের কয়েক বছর পর হেলাল দুবাই চলে যান। এরপরই আব্দুল্লাহ আল মামুন নামে একজনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন হাফিসা।
আরও পড়ুন: নাটোরে শিশু ধর্ষণ-হত্যার দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ
পরে ২০১১ সালে হাফিজার স্বামী হেলাল দুবাই থেকে দেশে ফিরে এসে স্ত্রীর কাছে পাঠানো টাকার হিসাব চায়। এতে স্ত্রী হাফিজা ক্ষিপ্ত হয় ও টাকা পয়সা হিসাব না দিয়ে বিভিন্নভাবে হুমকি দেয়। পরবর্তীতে ঐ বছরের ২৮ জুন রাতে নিজ বাড়িতে খুন হয় হেলাল। এ ঘটনায় হেলালের বোন সাফিয়া আক্তার ৩ জনকে আসামি করে মুক্তাগাছা থানায় মামলা করেন।
এদিকে হাফিজা খাতুনকে কারাগারে পাঠানো হয়েছে। আসামি আব্দুল্লাহ আল মামুন পলাতক রয়েছে। মামলার আরেক আসামি আরমান মামলা চলাকালীন সময়ে মারা যাওয়ার তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।