জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. খুরশীদ আলম
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. খুরশীদকে তার অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
চুক্তিভিত্তিক এ নিয়োগের শর্তগুলো অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছিলেন ডা. খুরশীদ আলম।
আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন সেব্রিনা ফ্লোরা
করোনাভাইরাস মহামারি সামাল দিতে গিয়ে স্বাস্থ্য খাতে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সমালোচনার মাঝে ডা. আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করার দুই দিন পর নিয়োগ পেয়েছিলেন ডা. খুরশীদ আলম।
ডা. আজাদ ২১ জুলাই জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক অবসরে যাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। পরে তার মেয়াদ শেষ হয়ে গেলে তাকে আবার দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল।
আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল হাসান ওএসডি
দেশে কোভিড-১৯ পরিস্থিতি
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৯ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৩৭৮ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৪ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৬ হাজার ১০২ জনে।
আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. ফরিদ হোসেন মিয়া
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৪৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমকি ২৬ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।