গাইবান্ধায় বন্ধু বাসায় ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ নিখোঁজ চারজন। বন্ধু বাসায় না থাকলেও তার মায়ের কাছে ছিলেন তারা। ব্যক্তিগত ও পারিবারিক কারণে ত্ব-হা আত্মগোপনে যাওয়ার সিদ্ধান্ত নেন।
শুক্রবার বিকেলে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়োজিত প্রেস বিফিংয়ে এসব কথা জানান উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।
আরও পড়ুন: আবু ত্ব হা আদনানের ক্লু বের করবো: স্বরাষ্ট্রমন্ত্রী
এর আগে বেলা ৩টার দিকে ত্ব-হাকে তার প্রথম স্ত্রীর বাবার বাসা থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।
আবু মারুফ হোসেন জানান, ত্ব-হা ও তার সফরসঙ্গীরা ১০ জুন রাতে ঢাকার গাবতলী থেকে রংপুরের পথে রওনা হয়। এরপর গাইবান্ধা ত্রিমোহনীতে তাদের পূর্ব পরিচিত বন্ধু সিয়ামের বাড়িতে অব¯’ান করেন। সেখানে তার সঙ্গে আবদুল মুহিত, ফিরোজ আলম ও গাড়িচালক আমির উদ্দিন ছিলেন। সেখানে অব¯’ানকালে সকলেই তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে ত্ব-হার কাছে রেখে দেন।
মূলত পারিবারিক ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণেই তারা স্বে”ছায় আত্মগোপনে ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, রংপুর থেকে ঢাকা যাওয়ার সময় ত্ব-হা তার সফরসঙ্গীদের জানান, তিনি ব্যক্তিগত সমস্যায় ভুগছেন। এরপর তাদের সাথে পরামর্শ করে আত্মগোপনে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তাদের এই আত্মগোপনে থাকার দাবি রাষ্ট্র বা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য কোনো ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ।
সংবাদ সম্মেলনে মারুফ হোসেন বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন।
ত্ব-হার উদ্ধৃতি দিয়ে উপ-পুলিশ কমিশনার বলেন, ত্ব-হা আমাদেরকে তার ব্যক্তিগত কিছু সমস্যার কথা জানিয়েছেন। আমরা সেগুলো যাচাই-বাছাই করছি। আমরা তাকে রাতে রংপুর কোতোয়ালি থানায় সোপর্দ করব। খানা কর্তৃপক্ষ যদি মনে করে তাকে আদালতে নেয়া প্রয়োজন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।