জয়পুরহাটে ক্ষেতলালের একটি হত্যা মামলায় বাবা-ছেলে ও দুই ভাইসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
আরও পড়ুন: মাগুরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৯ জুন জেলার ক্ষেতলাল উপজেলার আমুনিয়াপাড়া গ্রামের মনসুর আলী ফকিরের একটি গরুর বাছুর প্রতিবেশী মোজামের বাড়িতে গেলে মোজাম বাছুরটিকে মারধর করেন।
সেদিন রাতে মনসুর বাছুরটিকে মারধরের কারণ জিজ্ঞাসা করলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মনসুর ও তার ছেলে ফিরোজের ওপর হামলা করে।
আসামিদের মারধরে বাবা ছেলে গুরুত্বর আহত হলে পরিবারের লোকজন তাদের হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ মারা যান।
এ ঘটনায় ১৩ জুন নিহতের বাবা ক্ষেতলাল থানায় মামলা করলে দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত রবিবার এ রায় দেন।