ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি থেকে নেমে আসা ঢলে নেত্রকোণার হাওরাঞ্চল খালিয়াজুরীর ধনু নদীর পানি বেড়েই চলছে। এই অবস্থায় নিরুপায় হয়ে নিম্নাঞ্চলের হাওরগুলোতে ইতোমধ্যে আধাঁপাকা ও কাঁচা ধান কাটতে শুরু করেছে আতঙ্কিত কৃষকেরা।
সোমবার দুপুরে নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয় প্রদেশের চেরাপুঞ্জিতে ১৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টির পানি বাংলাদেশের সুনামগঞ্জের যাদুকাটা ও সুরমা নদী দিয়ে নেমে খালিয়াজুরী পয়েন্টে ধনু নদীর পানি বেড়েছে ১০ সেন্টিমিটার বৃদ্ধির পেয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে পরিমাপ করে দেখা গেছে যে ধনু নদীর পানি বিপদসীমার মাত্র ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীর পানি বৃদ্ধির কারণে হাওরাঞ্চলের বোরো চাষিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর তাই নিম্নাঞ্চলের হাওরগুলোতে কাঁচা ধান কাটার হিড়িক পড়ে গেছে।
সরজমিনে দেখা গেছে, অনেকে পানিতে ডুবে যাওয়া কাঁচা ধান কেটে কিছু পরিমাণ হলেও ঘরে তোলার চেষ্টা করছেন।
আরও পড়ুন: সিলেটে ৪০০ বিঘা বোরো খেত প্লাবিত
খালিয়াজুরী সদরের পুরানহাটি গ্রামের সুজন মিয়া ও লক্ষীপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘এই জমিগুলোর ধান পাকতে আরও ১০-১৫ দিন দরকার ছিল। তবুও নিরূপায়ে কাটছেন যাতে করে অন্তত গরুর খাবারটা সংগ্রহ করার আশায়।