নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুই দস্যু গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে হরণী ইউনিয়নের চরঘাসীয়া এলাকায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে তিনটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, ছয়টি রামদা, পাঁচটি বল্লম ও অনেকগুলো লোহার রডসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড।
আটক ব্যক্তিরা হলো- নোয়াখালী চরজব্বর থানার আটকপালিয়া গ্রামের মুরাদ উদ্দিনের ছেলে মো. হিনজু (৩৭), লক্ষ্মীপুর রামগতি উপজেলার আলেকজান্ডার চর আব্দুল্লাহ গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. হারুন (৩৭), চর গাজী গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. লিটন (৩৫), মুন্সিরহাট কালকিনি গ্রামের আব্দুল আলীর ছেলে মো. মোশারফ (৩৬), চর আব্দুল্লাহ গ্রামের ইসমাইল মাঝির ছেলে আজিম বেপারী (২৭)।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘ফেসবুকে অসম্মানজনক স্ট্যাটাস’, যুবক আটক
স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া এবং জেলার মূলখন্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ চরঘাসিয়া। সেখানে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খোকন ও তার ভাই ফখরুল ডাকাতের সঙ্গে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খোকনকে আটক করলে চরটির দখল নেন ফখরুল।
কয়েকদিন আগে কারাগার থেকে জামিনে আসে খোকন। পরে চর নিয়ন্ত্রণে নিতে দুই ভাইয়ের মধ্যে পুনরায় বিরোধ শুরু হয়। এর জের ধরে বৃহস্পতিবার ভোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ফখরুল গ্রুপের কবির ও শাহারাজ নামের দুইজন নিহতের কথা শোনা গেলেও কোস্টগার্ড ও পুলিশ এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা চরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে আটক করে।
হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাফিউল কিঞ্জল দুইজন নিহত হওয়ার কথা স্বীকার করেননি।
তিনি জানান, নানা মাধ্যমে দুইজন নিহত হওয়ার খবর পেয়েছেন তারা, কিন্তু লাশ তারা পাননি। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ পাঁচজন দস্যুকে গ্রেপ্তার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
আরও পড়ুন: সিলেটে দুই শিশুসহ রোহিঙ্গা দম্পতি আটক