স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী সাত থেকে দশ দিনের মধ্যে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হবে।
বুধবার কোভ্যাক্স চুক্তির আওতায় জাপান ও যুক্তরাজ্য থেকে ৮০ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণের সময় স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন স্বাস্থ্যমন্ত্রীর কাছে টিকা হস্তান্তর করেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের কাছে সাড়ে চার কোটি ডোজ ভ্যাকসিন মজুদ রয়েছে।সাত থেকে দশ দিনের মধ্যে বুস্টার ডোজ দেয়া শুরু করা যেতে পারে।’
জাহিদ মালেক বলেন, ‘মুক্তিযুদ্ধের পর থেকে জাপান বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং ব্রিটিশ সরকার দেশের যেকোনো সংকটে বাংলাদেশের পাশে থাকে। সুতরাং, দুই দেশ থেকে পাওয়া ভ্যাকসিনের ডোজ আমাদের কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করতে শক্তিশালী করবে।’
আরও পড়ুন: বাংলাদেশে এখন কোনো লকডাউন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, ‘এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসের ওমিক্রন রূপের তিনটি কেস শনাক্ত করা হয়েছে, তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন,‘তারা ভাল আছেন,তাদের চিকিৎসা চলছে।’
তিনি জনগণকে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলার এবং করোনা টিকা নেয়ার আহ্বান জানান।
রবিবার, করোনার জাতীয় প্রযুক্তিগত উপদেষ্টা কমিটি (এনটিএসি) ৬০ বছরের বেশি বয়সী এবং সম্মুখ সারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেয়ার সুপারিশ করেছে।
এনটিএসি তার সুপারিশে প্রবীণ নাগরিক এবং ফ্রন্টলাইনারদের (যারা ছয় মাস আগে ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছেন)টিকার বুস্টার ডোজ দিতে বলেছেন। এছাড়া ওমিক্রনের বিস্তার রোধে জনসমাগম, সভা এবং সমাবেশ সীমিত করার জন্য পদক্ষেপ নেয়ারও পরামর্শ দিয়েছেন তারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, ৯ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ৫৭ টি দেশে ওমিক্রন শনাক্ত হওয়ার কথা জানা গেছে। এসব দেশকে ওমিক্রন সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকতে বলেছে ডব্লিউএইচও।
আরও পড়ুন: ওমিক্রন নিয়ে জরুরি বৈঠক: বিদেশে যাওয়ার মাঝপথে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী
জানুয়ারি মাসের মধ্যে ১৫ কোটি ডোজ ভ্যাকসিন দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী