সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় ১২ দিনের সফর শেষে শনিবার ঢাকায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নম্বর বিজি-৫৮৫) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া, কূটনৈতিক কোরের ডিন, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু এইচ সুবলো, তিন বাহিনীর প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
আরও পড়ুন: জাকার্তায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে আইওআরএ সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
৮ সেপ্টেম্বর, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে চেক-আপের জন্য সিঙ্গাপুরে যান রাষ্ট্রপতি।
ইন্দোনেশিয়ায়, তিনি ৪৩তম অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) শীর্ষ সম্মেলন, ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেন। এ ছাড়া ৫ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সাইডলাইনে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি অন্যান্য কর্মসূচিতে যোগ দেন।
এর আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও আসিয়ান চেয়ার ২০২৩ জোকো উইডোডোর আমন্ত্রণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৪ সেপ্টেম্বর জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
আরও পড়ুন: জাকার্তায় আসিয়ান শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন